যখন একজন ব্যক্তি কোনো অজামিনযোগ্য অপরাধে গ্রেপ্তারের আশঙ্কা করেন, তখন তিনি গ্রেপ্তার হওয়ার আগেই হাইকোর্ট বিভাগে ফৌজদারি কার্যবিধির ৪৯৮ ধারা অনুযায়ী আগাম জামিনের আবেদন করতে পারেন। এটি শুধুমাত্র উচ্চ আদালতে (হাইকোর্ট বিভাগে)করা যায়। এটি গ্রেপ্তার-পূর্ববর্তী (Pre-arrest) প্রতিকার।
যখন কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় এবং তিনি পুলিশ বা বিচারিক হেফাজতে (কারাগারে) থাকেন, তখন তার মুক্তির জন্য ফৌজদারি কার্যবিধির ৪৯৬ (জামিনযোগ্য অপরাধ) বা ৪৯৭ (অ-জামিনযোগ্য অপরাধ) ধারা অনুযায়ী আদালতে যে আবেদন করা হয়, তাই হলো নিয়মিত জামিন। জামিনযোগ্য অপরাধে (Bailable Offence) এটি অভিযুক্তের আইনগত অধিকার। অজামিনযোগ্য অপরাধে (Non-bailable Offence) এটি আদালতের বিবেচনার ওপর নির্ভর করে।সাধারণত নিয়মিত জামিন বলতে জামিন (Bail)কেই বুঝায়। তাছাড়া আইনের দৃষ্টিতে "স্থায়ী জামিন (Permanent Bail)" বলে নির্দিষ্ট কোনো পরিভাষা নেই, জামিন বা নিয়মিত জামিনকে স্থায়ী জামিন বলা হয়, কারন আদালত দ্বারা বাতিল বা প্রত্যাহার না হওয়া পর্যন্ত এটা চলতে থাকে। এটি গ্রেপ্তার-পরবর্তী (Post-arrest) প্রতিকার।
যখন একজন ব্যক্তির জামিন বা নিয়মিত জামিনের (Bail or Regular Bail) আবেদন আদালতে বিচারাধীন থাকে, তখন একটি অস্থায়ী ব্যবস্থা হিসাবে অন্তর্বর্তীকালীন জামিন চাওয়া হয়। জামিন বা নিয়মিত জামিনের আবেদনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত স্বল্প সময়ের জন্য এই অস্থায়ী জামিন দেওয়া হয়। এটি গ্রেপ্তার-পরবর্তী (Post-arrest) প্রতিকার।
প্যারোল কোনো জামিন নয়। এটি সম্পূর্ণ ভিন্ন একটি ব্যবস্থা। প্যারোল কারাবন্দী (হাজতি বা সাজাপ্রাপ্ত কয়েদি) ব্যক্তিকে অনুমোদন করা হয়। প্যারোল দেওয়ার প্রধান কারণ হলো মানবিক বা সংশোধনমূলক। জামিন অনুমোদন করে আদালত, অপরদিকে সাধারণ প্যারোল (কারো মৃত্যুজনিত কারণে) সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট (District Magistrate) এবং বিশেষ প্যারোল (সরকারের বিশেষ সিদ্ধান্ত) স্বরাষ্ট্র মন্ত্রণালয় (Ministry of Home Affairs) অনুমোদন করে।প্যারোলে মুক্তি পাওয়া ব্যক্তিকে অবশ্যই পুলিশ প্রহরায় থাকতে হয় এবং নির্দিষ্ট সময় শেষে পুনরায় কারাগারে ফিরে যেতে হয়। এটি গ্রেপ্তার-পরবর্তী (Post-arrest) বিশেষ প্রতিকার।
UK-qualified Barrister-at-Law. Advocate, Supreme Court of Bangladesh.
Head
of Chambers, specializing in
Constitutional Law, Corporate & Commercial Litigation, and Arbitration.
Copyright © Barrister Mohammad Hasan Chowdhury, All Rights Reserved.